Saturday, December 6, 2025

নড়াইলে ১ হাজার ৯ শত কেজি রুই পোনা অবমুক্তকরণ উদ্বোধন

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৪৭টি জলাশয়ে রুই জাতীয় পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শহরতলি হাটবাড়িয়া জমিদার বাড়ী পুকুরে অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান । মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম বদরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, বেশ কয়েকজন মৎস্য চাষী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নড়াইল মৎস্য বীজ উৎপাদন খামার থেকে ২৬টি প্রতিষ্ঠান ও জলাশয়ের প্রতিনিধির কাছে মৎস্য পোনা হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলায় মোট ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১ হাজার ৯ শত ১৪ কেজি রুই জাতীয় মাছের পোনা ছাড়া হবে। এর মধ্যে সদরে ২৬টি জলাশয়ে ৫৬৪ কেজি, লোহাগড়ায় ১১টিতে ৮১৪ কেজি এবং কালিয়ায় ১০টিতে ৫৩৬ কেজি মৎস্য পোনা অবমুক্ত করা হবে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর