সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নিরক্ষর মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে সীমিত আকারে নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছেন। আজ (৮ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ,এম বদরুজ্জামান, সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ। এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেমার মানুষ উপস্থিত ছিলেন।







