Saturday, December 6, 2025

নড়াইলে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৩০ কৃষক

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ খরিপ ২০২১-২০২২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চ ফলনশীল পাট বীজ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ প্রদানসহ কৃষি পূর্ণবাসন সহায়তা হিসেবে বিনামূল্যে নাবী পাট বীজ, সার, বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম বিশ্বাস । প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে আধা কেজি নাবী পাট বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ড্যাপ, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে । সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, নড়াইল সদরের ১৩টি ইউনিয়ন থেকে যাদের ২০ শতক উচু জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক হিসেবে এ কর্মসূচির জন্য বাছাই করা হয়েছে। তাদের মাঝে আজ এসব সহযোগিতা প্রদান করা হয় এবং নগদ সহায়তা হিসেবে প্রত্যেকের ব্যাংক হিসাবে ২ হাজার ৬৩০ টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তিতে প্রশিক্ষণ বাবদ প্রত্যেক কৃষককে ৭ শত টাকা ভাতা প্রদান করা হবে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হকসহ অন্যান্য কর্মকর্ব্যতা ও ব্যক্তিবর্গ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর