Saturday, December 6, 2025

লোহাগড়ায় ৬০ মেধাবী শিক্ষার্থী পেল সাইকেল ও সেলাই মেশিন

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের অধীনে আজ (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ৬০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে বাইসাইকেল ও অপর ১৫ জনকে সেলাই মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রোসলিনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফখরুল হাসান, এলজিএসপি-৩ প্রকল্প নড়াইলের কো-অর্ডিনেটর ফারজানা মুজতাহিদ, সহকারী কমিশনার (ভুমি) রাখী ব্যানর্জী, লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, নীনা ইয়াসমীন প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে এসব সামগ্রী বিতরন মূলত বর্তমান সরকারের নারী মূল্যায়নের অংশ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর