Saturday, December 6, 2025

নড়াইলে রবি মওসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ২০২০-২১ অর্থ বছরে রবি মওসুমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্তুজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, হবখালি ইউপি চেয়ারম্যান, সংসদ সদস্যের কৃষি বিষয়ক প্রতিনিধি, সাংবাদিক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুইশতাধিক শতাধিক কৃষক এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এরই ধারাবাহিকতায় কৃষক ও কৃষির উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বিনামূল্যে সার, বীজ ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদের। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে একই জমি কিভাবে অল্প সময়ে বিভিন্ন প্রকার ফসল ফলানো যায়, সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের ব্যাবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে হারভেস্টিং মেশিনে ধান কাটার সময় যাতে পল (খড়) নষ্ট না হয় সে জন্য উদ্ভাবিত নতুন মেশিন আমদানির চেষ্টা করা হচ্ছে। এ মেশিনে পলগুলো আটি বেঁধে দেবে। উল্লেখ্য, গত বোরো মওসুমে সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারের আুির্থক প্রণোদনায় সমলয়ে ৫০ একর জমিতে বোরো ধানের চাষ করা হয়। আধুনিক পদ্ধতিতে রিপার মেশিনের মাধ্যমে কম সময়ে ধানের চারা রোপন এবং হারভেস্টিং মেশিনের সাহায্যে সরকারি খরচে ধান কেটে দেওয়া হয়। উৎপাদন হয় হেক্টর প্রতি ৮ মে. টন বলে মাঠ দিবসের এ অনুষ্ঠানে জানানো হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর