সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ শত ৫৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে মোঃ হিরো (৩৮) ও কমলাপুর গ্রামের বাবর আলীর ছেলে মোঃ রাজু মিয়া (৩২)। পুলিশ সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিক্তিতে আজ (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে লোহাগড়া থানার এসআই বাবুল, এএসআই মিকাইল ও এসআই আলমগীর পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে উপজেলার এড়েন্দা বাসষ্টান্ড থেকে মাদক ব্যবসায়ী হিরো ও রাজুকে ৫ শ’ ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে। লোহাগড়া থানার আফিসার ইনচাজর্ (ওসি তদন্ত) হরিদাশ রায় ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নড়াইল আদালতে সোপার্দ করা হবে।







