সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনামুল কবীর টুকু (বিটিভি ও দৈনিক আমাদের সময়) এবং সাধারণ সম্পাদক পদে শামীমূল ইসলাম টুলু (দৈনিক সমকাল) দ্বিতীয় মেয়াদে মনোনীত হয়েছেন।

নড়াইল পেস ক্লাবের ১৫ সদস্যের কার্যকরী পরিষদের মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ (রাতদিন নিউজ ২৪ ডট কম) ও এম মুনীর চৌধুরী (এনটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক এড. তারিকুজ্জামান লিটু (দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন) ও এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি ও বিডি নিউজ ২৪ ডট কম), কোষাধ্যক্ষ সুজয় বকসি (আর.টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুন্সি আছাদুর রহমান (ইনডিপিন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক লুৎফুল আলম সজল (দৈনিক প্রতিদিনের সংবাদ), নির্বাহী সদস্য মীর্জ নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি), মোঃ হাফিজুর রহমান (সাপ্তাহিক নড়াইল বার্তা), গুলশান আরা (দৈনিক ওশান), মলয় কান্তি নন্দী (দি ইনডিপেন্ডেন্ট), সুলতান মাহমুদ (দি নিউ এজ) এবং সাইফুল ইসলাম তুহিন (দৈনিক কালের কন্ঠ ও চ্যানেল ২৪)। এ নির্বাহী পরিষদের সকল সদস্য বুধবার ১ সেপ্টেম্বর’ ২০২১ থেকে পরবর্তী দু’বছর (২০২১-২০২৩) এর জন্য মনোনীত হয়েছেন। প্রসঙ্গত, গত ১০ জুলাই নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি মনোনীত হয়। এর আগে এ কমিটি ২০১৯-২০২১ মেয়াদে দু’বছর সফলতার সাথে পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করেন।
নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি

আরো পড়ুন






