Saturday, December 6, 2025

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান না তামিম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান না বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। আজ বুধবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কথা তিনি জানান। তামিম বলেন, আমি অনেকদিন ধরেই খেলছি না এই ফরম্যাটে। শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আমার জায়গায় যারা খেলছিল, আমি হুট করে এসে তাদের জায়গা নিয়ে নিলে এটা ফেয়ার হতো বলে মনে করি না। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের কথা তিনি বোর্ড প্রেসিডেন্ট এবং নির্বাচকদের জানিয়েছেন। তামিম ইকবাল বলেন, আমার ইনজুরিও আছে৷ তাই কয়েকদিন ধরে যারা খেলছে তাদেরই সুযোগ পাওয়া উচিত বলে আমি মনে করি। তারা আমার চেয়েও ভালো সার্ভিস দিতে পারবে, এটা আমার বিশ্বাস। এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন না তিনি নিশ্চিত করে তামিম বলেন, আমি অবসরে যাচ্ছি না। তবে যথাসম্ভব আমার এই বিশ্বকাপ খেলা হচ্ছে না। সবার প্রতি অনুরোধ আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর