সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি ২০১৭ এবং পুষ্টিখাতের অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। নড়াইলের সিভিল সার্জন ডা, নাছিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আসাদ উজ জামান টনি, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম, ডাক্তার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং নার্সসহ মোট ২৫জন এ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালায় জন্মের পর থেকে ৬মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি ২০১৭ সম্পর্কে বিস্তারিত আলোচনার পর আইনের সঠিক প্রয়োগের সুপারিশ করা হয়।







