সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ জেলায় মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ (২৮ আগস্ট- ৩ সেপ্টেম্বর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাাহের উদ্বোধন করা হয়। পোনা অবমুক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্ব-স্ব অবস্থানে থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হকসহ জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার ৩ জন সফল মৎস্য চাষী, ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এরা হলেন, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সাফল্যের জন্য নড়াইল সদরের ফায়জুর রহমান, গলদা চিংড়ী চাষে সাফল্যের জন্য লোহাগড়ার আবুল হাসান এবং পাঙ্গাস মাছ চাষে সাফল্যের জন্য কালিয়ার সাইফুল ইসলাম। এ সপ্তাহে নদী, পুকুর, খাল-বিলে মৎস্য অবমুক্ত করন, মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হাট-বাজারে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা, সেমিনার, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত হবে।







