Saturday, December 6, 2025

লোহাগড়া থানা পুলিশের ১’শ দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন রোববার বিকালে (২৯ আগষ্ট) থানা চত্বরে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১ শত দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। ওসি আবু হেনা মিলন সাংবাদিকদের বলেন, নড়াইল জেলা পুলিশের সহযোগীতায় লোহাগড়া থানা চত্বরে লোহাগড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার ১’শজন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ১২ ইউনিয়নে ও পৌরসভায় দায়িত্বরত পুলিশ অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে এবং উপজেলার মানচিত্র তৈরী করে অপরাধ প্রবন এলাকাকে চিহ্নিত করে তাদের কঠিন ভাবে দমন করা হবে, যাতে আগামীতে কোন অপরাধী অপরাধ করতে সাহস না পায়। উল্লেখ্য, আবু হেনা মিলন লোহাগড়া অফিসার ইনচার্জ হিসেবে গত ৮ জুন লোহাগড়া থানায় যোগদানের পর থেকে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপারেশন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অপারেশন মানচিত্র তৈরী করেছেন। এছাড়াও তিনি উপজেলার কাইজা প্রবন এলাকায় নড়াইল জেলা পুলিশের নির্দেশে স্ব-স্ব বিবাদ মিমাংসা করার চেষ্টা করে যাচ্ছেন। এমনকি তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিজে করোনা বিষয়ে জনসচেতনামূলক বক্তব্য দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর