সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান। তিনি ও এই পদে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সোমবার বিকেলে দুই জনকে নিয়ে বৈঠকে বসেন ইমরান খান। এরপর ক্রিকবাজকে রমিজ রাজা বলেন, ‘আমি তাকে (ইমরান খান) আমার পরিকল্পনা দিয়েছি। সে সিদ্ধান্ত নেবে। বিশ্বে পাকিস্তান ক্রিকেটের প্রভাব বাড়ানো ও শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’ জানা গেছে, বৈঠকে মানিকে সুন্দরভাবে দায়িত্ব ছাড়তে বলেছেন ইমরান খান। মূলত বয়সের কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে তাকে। এছাড়া ভারতের সঙ্গে মানির খুব একটা সখ্যতা নেই। তাই আইসিসিতেও তিনি সুবিধা আদায় করতে পারেন না বলে অভিযোগ রয়েছে।এই জায়গায় রমিজ রাজা এগিয়ে গেছেন বেশ কিছুটা। ভারতে তার বন্ধু সংখ্যাও অনেক। এখনো অবশ্য নিয়োগ পেতে দেরি আছে রমিজের। প্রথমে বোর্ড অব গর্ভনেন্সের সভায় প্রস্তাব করা হবে তার নাম। সেখানে অন্য কোনো প্রার্থী থাকলে দেওয়া হবে নির্বাচনও। যদিও সাধারণত প্রধানমন্ত্রীর প্রস্তাব করা নামের বাইরে কোনো প্রার্থী থাকেন না। তিন বছর আগে মানিকে চেয়ারম্যান করার সময়ও তার নাম প্রস্তাব করেছিলেন ইমরান খান। পরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি। এবারও একইভাবে রমিজ রাজা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক







