Saturday, December 6, 2025

ইমাম ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করলেন নান্নু

স্বেচ্ছাসেবী সংগঠন ইমাম ফাউন্ডেশনের বিদায়ী গোসল ও অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বুধবার ইমাম ফাউন্ডেশনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন তিনি। এসময় সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ইমাম ফাউন্ডেশনের সদস্যরা। বহু দিনের ইচ্ছে পূরণ হওয়ায় তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান। উদ্বোধনীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমাম ফাউন্ডেশনের সভাপতি আসিফ ইকবাল প্রিন্স। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ কাশেম ইকবাল ও মোহাম্মদ তাইজউদ্দিন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব সাইয়েদ ইমামুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সাঈদ আহম্মেদ, নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদ এর সিনিয়র সহ-সভাপতি, ও খতিব মহোদয়সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর