খুলনা প্রতিনিধি: খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র্যাব। রোববার সকালে তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তেরখাদা দক্ষিণপাড়ার আব্দুল মান্নানের ছেলে মাওলানা মো. হাবিব মাসুদ রেজা, ঝালকাঠির নলছিটির দহরা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. আবু বক্কর সিকদার, দিনাজপুরের বিরলের মাধবকাঠির শাহাদাত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী, নড়াইলের লোহাগড়ার নালিয়ার আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার রিনা রানী। তিনি জানান, আটককৃত চারজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।
তেরখাদা থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, তেরখাদার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে আটককৃত আনসার আল ইসলামের চার সদস্যকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।







