বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: যশোরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বাঘারপাড়া থানায় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু , পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , বিথীকা বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সব্দুল হোসেন খান, আবু সাঈদ সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। পুলিশ সুপার মুকিত সরকার বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি সহ বাঘারপাড়া বাসীর সহযোগীতা কামনা করেন।







