আজম খাঁন,বাঘারপাড়া (যশোর) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঘারপাড়া পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অভয়নগর পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, বাঘারপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, অভয়নগর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, শাহাজাহান আলী মুন্সি, মশিয়ার রহমান, সরোয়ার ফারাজী, পৌর বিএনপির সহসভাপতি জাকির হোসেন, অভয়নগর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ফারাজী মনিরুল ইসলাম, বাঘারপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান ও বিএনপি নেতা মাসুদ আলম টিপু প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।







