Friday, December 5, 2025

নড়াইলে জমিতে পানি দিয়ে ফেরার পথে কৃষককে কুপিয়ে জখম 

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,নড়াইল প্রতিনিধিঃ রাতে জমিতে পানি দিয়ে বাড়ি ফেরার পথে আলাল ফকির (৪৮) নামে এক কৃষক প্রতিপক্ষের হাতে গুরুতর জখম হয়েছে। আহত আলাল বর্তমানে খুলনা ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে সদরের আউড়িয়া ইউনিয়নের খলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে এবং দুজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। 

আহত আলাল ফকির জানান, ঘটনার রাতে স্থানীয় নলাবিলে শ্যালো মেশিনের মাধ্যমে নিজের জমিতে পানি দিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একই গ্রামের ইসমাইল সরদার, দাউদ সরদার ও  শিপন সরদারের নেতৃত্বে ২০-২৫জন ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ঘটনার পর প্রথমে  তাকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। গ্রামবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে এবং ২জনকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর