Friday, December 5, 2025

মহেশপুর সীমান্তে দালালসহ ৯ জন আটক

মশেপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্তে দালালসহ নয়জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫৮ বিজিবির অধীনস্ত খোসালপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে খোসালপুর মাঠের ভিতর থেকে দালালসহ নয়জনকে আটক করে। আটকরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা থানার খন্ডাকাটা গ্রামের কাদেরের ছেলে ইসমাইল (৪০), ইসমাইলের স্ত্রী শিরিন আক্তার (২৭) ও তাদের শিশুপুত্র বেল্লাল সেপাই (১৩), একই জেলার মোড়লগঞ্জ থানার সন্নাসী গ্রামের আশরাফ বয়াতির ছেলে কায়ুম বয়াতি (৩৫), শাহিন হাওলাদারের স্ত্রী সালমা বেগম (২৩), মহারাজ শেখের স্ত্রী নুপুর বেগম (২১) ও তাদের শিশুকন্যা মৌ (১), নড়াইল সদর থানার দলজিত গ্রামের কার্তিক পালের ছেলে সুজন পাল (৩৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার সলেমানপুর গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে কদম আলী মন্ডল (২৫)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর