Friday, December 5, 2025

নড়াইলে কৃষককে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য বিরোধের জের ধরে সাজ্জাদ শেখ (২৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহতের স্বজনরা জানান, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণপাড়ার শুকুর শেখের ছেলে সাজ্জাদ শেখ (২৫) তাদের গ্রামের মাঠ থেকে ধান কেটে বাড়িতে ফিরছিলেন। পথে বয়রা জামে মসজিদের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা আজিজুল গাজী ও আশিক গাজীসহ ৫/৬ জন তাকে ধরে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭ দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিপাশা মোশাররফ বলেন, রোগীর মাথায় বড় ধরনের ক্ষত হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর