Saturday, December 6, 2025

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর খালিশপুরের কাশিপুরে এ হত্যাকা- ঘটে।
নিহত লিটন কাশিপুর বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে লিটনকে কয়েকজন ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে লিটন ও আমিন নামে দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত লিটন ও আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, রাত ১টার দিকে লিটন নামে এক যুবক খুন হয়েছে। হত্যাকা-ের কারণ এখনো জানা যায়নি।
ওসি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর