Saturday, December 6, 2025

খুলনায় বিএনপির ২০ নেতাকর্মীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।খুলনা সদর থানার এসআই বিএম মনিরুজ্জামান গত ৩০ মার্চ রাতে এ মামলা করেন। খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, এ মামলায় মহানগর বিএনপি নেতা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিনকে রায়পাড়া ক্রস রোডের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ছাত্রদল নেতা রুবেল, আমিরুল, কবিরকেও পুলিশ গ্রেফতার করে।খুলনা সদর থানা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বিকেলে বিএনপির একটি গ্রুপ অনুমতি ছাড়াই নগরীতে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর