Saturday, December 6, 2025

দাদির কোলে ঘুমাচ্ছিল শিশুটি, গভীর রাতে কুপিয়ে মারলেন মা

খুলনা প্রতিনিধি : দাদির কাছে ঘুমাচ্ছিল পাঁচ বছর বয়সী তানিশা আক্তার। গভীর রাতে ঘুমন্ত শিশুকে তুলে নেন সৎ মা। এরপর দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সন্তানকে নিজের হাতে খুন করে ক্ষোভ মেটালেন তিনি।

সোমবার রাতে খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিশা একই গ্রামের খাজা শেখের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত মুক্তা খাতুনকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা জানায়, সাত বছর আগে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন খাজা শেখ। একপর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়। বছর দেড়েক আগে মুক্তাকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই সৎ মেয়ের ওপর অত্যাচার শুরু হয়। বাবার বাড়িতে নিয়েও তানিশাকে নির্যাতন করতেন মুক্তা।সোমবার রাতে বাড়িতে ছিলেন না তানিশার বাবা। দাদির কাছে ঘুমিয়েছিল শিশুটি। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে তুলে নিয়ে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মুক্তা। এতে তানিশার চিৎকারে আশপাশের লোকজন রক্ত দেখে পুলিশে খবর দেন। পরে সৎ মা মুক্তাকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেই তার মৃত্যু হয়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর