বাগেরহাট প্রতিনি: বাগেরহাটে রাইসা আক্তার নামে আড়াই বছরের এক শিশুকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। সোমবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। হুমায়ুন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, হুমায়ুন ছুটিতে বাড়িতে ছিলেন। সোমবার রাতে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এ সময় রাগের মাথায় শিশুকন্যা রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়।তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়েছেন বাবা হুমায়ুন। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।







