Friday, December 5, 2025

মহেশপুর সীমান্তে দালালসহ ২৩ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, শ্রীনাথপুর ও সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দালালসহ ২৩ জনকে আটক করেছেন ৫৮ বিজিবি সদস্যরা। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাঘাডাঙ্গা, শ্রীনাথপুর ও সামন্তা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে উপজেলার কাঞ্চনপুর, লড়াইঘাট ও ভৈরবা মাঠের মাঠের ভিতর থেকে দশজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁ শিশু এবং পারাপারে সহায়তাকারী তিন দালালকে আটক করেন। আটকরা জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর ও ঢাকা জেলায়।
আটক দালালেরা হলেন উপজেলার অনন্তপুর গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী রিপনা খাতুন (৪২), কুশুমপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আলম (৪০) এবং পুড়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে দেলোয়ার হোসেন (২০)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটকদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর