Friday, December 5, 2025

খুলনায় ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী গুরুতর আহত

খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের গফুর ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাথী বেগম স্বামী আশরাফুল মল্লিকের সঙ্গে ফুলতলার দামোদার গ্রামে বসবাস করতেন। ফুলতলা থানার ওসি প্রদিপ কুমার জানান, নিহত সাথী বেগম ও তার স্বামী একসঙ্গে গফুর ক্লিনিকে যাচ্ছিলেন। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাথি বেগম মারা যান।ওসি আরো বলেন, এ ঘটনায় ট্রাক চালক এবং হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর