খুলনা প্রতিনিধি: খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবনসহ তিনজনের ভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক। সাজাপ্রাপ্তরা হলেন- কেশবপুরের ভেরচি গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে রিপন শেখ (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি), ডুমুরিয়া আটালিয়া গ্রামের আব্দুল ছোবহান মোড়লের ছেলে শাহিন মোড়ল ও সাতক্ষীরা দেবহাটা গ্রামের নুর মোহাম্মাদ মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লা (পলাতক)।তাদের মধ্যে যাকে যাবজ্জীবন দেয়া হয়েছে তাকে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপর দুই আসামির প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্র্রম কারাদণ্ড দিয়েছে আদালত।আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে খুলনা র্যাবের একটি দল ডুমুরিয়ার চুকনগর বাজারের পাশে মেসার্স সুজন ট্রেডার্সের সামনে পৌঁছালে কিছু যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। র্যাব সদস্যরা সেখান থেকে রিপন শেখ, শাহিন মোড়ল, ও মহিউদ্দিন মোল্লাকে আটক করে। এ সময় তারা রিপন শেখের প্যান্টের পকেট থেকে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য আট লাখ টাকা। তারা আরো তিন আসামির নাম উল্লেখ করে। এ মামলায় তাদেরকে সহযোগী আসামি করা হয়। তারা হলো মিজানুর রহমান, আব্দুস ছালাম ও মো. কামাল। ওই দিন র্যাবের ডিএডি মো. অহিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর ডুমুরিয়া থানার এসআই মো. আশিকুল আলম তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন।







