Saturday, December 6, 2025

এবার আত্মহত্যা করলেন সুশান্তের সহ-অভিনেতা

আবারো বিরহের সুর বেজে উঠলো বলিউড পাড়ায়। সুশান্ত সিং রাজপুতের পর এবার আত্মহত্যার পথ বেঁছে নিলেন তারই সহ-অভিনেতা সন্দীপ নাহার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মুম্বইয়ের গোরেগাঁও এলাকার বাড়ি থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, সন্দীপের ঝুলন্ত মরদেহ প্রথম দেখতে পান তার স্ত্রী। পরে পুলিশে খবর দেয়া হয়। তারপর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা সন্দীপকে মৃত বলেন ঘোষণা করেন। এ ঘটনায় মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। শুরু হয়েছে তদন্ত।শোনা যাচ্ছে,  ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্দীপ নিজের ফেসবুক পেজে লাইভ করেছিলেন। সেখানে তিনি জানান, বিভিন্ন বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন। পেশাগত সমস্যা ও পারিবারিক সমস্যা এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের বিষয়েও অভিনেতা জানিয়েছিলেন ওই ভিডিওতে। এমনকি অভিনেতা নিজে সেটাকে সুইসাইড নোট বলেও দাবি করেছেন। এই অভিনেতার আত্মহত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের কলাকুশলী থেকে পরিচালকেরা।প্রসঙ্গত, সুশান্তের সঙ্গে ‘এম এস ধোনি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ নাহার। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘কেশরি’ ও সোনাক্ষী সিনহার সঙ্গে ‘খানদানি সাফাখানা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন সন্দীপ।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর