Friday, December 5, 2025

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লোহাগড়ায় বিশেষ প্রার্থনা সভা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের লোহাগড়ায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৬) দুপুর ১টায় শহরের লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গণে আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্দিরের প্রধান পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব ও ধর্মানুরাগী পলাশ চক্রবর্তীর নেতৃত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এতে শতাধিক ভক্ত-অনুরাগী অংশ নেয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর