নড়াইল প্রতিনিধি: পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–দের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নড়াইলে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বক্তৃতা করেন নড়াইল সদর পরিবার পরিকল্পনা পরিদর্শক এম এ আল মামুন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পরিদর্শিকা রেক্সোনা খাতুন ও পরিবার কল্যাণ সহকারী শ্রীমতি রানী দাস প্রমুখ।
বক্তারা বলেন, “একদফা একদাবি—প্রস্তাবিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নন-ক্যাডার কর্মচারীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তারা আরও জানান, সারা দেশের ন্যায় নড়াইল সদর উপজেলার মাঠপর্যায়ের কর্মীরাও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে। এরপর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।







