Friday, December 5, 2025

লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ.ম. জামসেদ আলম, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খান মাহমুদ আলম এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর