Friday, December 5, 2025

নড়াইলের নতুন পুলিশ সুপার আল মামুন

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের প্রতিটি জেলায় নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, নড়াইলের বর্তমান পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে বদলি করে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর তিনি নড়াইলে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর