Friday, December 5, 2025

উপকূলীয় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও রূপান্তরের উদ্যোগে খুলনার সিএসএস আভা সেন্টারে “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে (২৪–২৫ নভেম্বর ২০২৫)। শ্যামনগর ও আশাশুনি উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২৫ জন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউডিসি উদ্যোক্তা এতে অংশ নেন।

স্বাগত বক্তব্যে রূপান্তরের সিনিয়র জেন্ডার এনগেজমেন্ট অফিসার বনানী দাসগুপ্ত বাসন্তী বলেন, দায়িত্ব পালনে আইন ও বিধি-বিধান সম্পর্কে জনপ্রতিনিধিদের দক্ষতা অর্জন অত্যন্ত প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে তারা পরিকল্পনা প্রণয়ন থেকে মাঠপর্যায়ের বাস্তবায়ন পর্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রূপকল্প নির্ধারণ, অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা, সম্পদ চিহ্নিতকরণ ও বার্ষিক বাজেট প্রক্রিয়া বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করেন। দলীয় আলোচনা, উপস্থাপনা এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি হয়।

ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর সফিকুল ইসলাম, রঞ্জন কুমার ঘোষ ও সাঈদ মাহাদী প্রশিক্ষণ পরিচালনা করেন। সার্বিক সমন্বয়ে ছিলেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের নেতৃত্ব, পরিকল্পনা দক্ষতা এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করে ইউনিয়ন পর্যায়ের উন্নয়নকে আরও টেকসই করতে সহায়তা করবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর