সোমবার বিকেল থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন পর্যন্ত এসব তথ্য সংশোধন করা যায় না বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্ট শুরু হওয়ায় সোমবার বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত অথবা পুনঃনির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডির ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে। এ লক্ষ্যে ইসি প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
এদিকে আগামী নির্বাচনে পোস্টাল ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চলছে। মাত্র ৬ দিনে নিবন্ধন করেছেন ২১ হাজারের বেশি প্রবাসী ভোটার। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা সবচেয়ে বেশি। জেলা হিসেবে এগিয়ে ঢাকা এবং আসন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩।
অবশেষে, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে রবিবার মধ্যরাতে। সব মিলিয়ে বিশ্বের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







