শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচে নিজের আউট হওয়া নিয়ে আচরণগত ভুলের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করার অপরাধে বাবরকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটিই বাবরের প্রথম ডিমেরিট পয়েন্ট।
আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের যন্ত্রপাতি বা স্থাপনা নষ্ট করার মতো অসদাচরণের সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন ৩৪ রানে ব্যাটিং করছিলেন বাবর। শ্রীলঙ্কার স্পিনার জেফরি ভান্ডারসের বলে বোল্ড হয়ে তিনি মেজাজ হারান এবং ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







