Friday, December 5, 2025

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ড: পেট্রোল বোমা সদৃশ বোতল উদ্ধার

নিজস্ব প্রতিবেদন, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ব্যাংক ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ভবনটির মালিক জানান, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। ঘটনাস্থলে পৌঁছে তিনি পেট্রোল বোমা সদৃশ একটি বোতল দেখতে পান বলে দাবি করেন।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আগুন লাগার কারণ নিশ্চিত নয়—তদন্ত চলছে। তিনি জানান, ব্যাংকের ভেতরের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও কিছু সামগ্রী আংশিকভাবে পুড়ে গেছে।

খবর পেয়ে মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, ব্যাংকের জানালার পাশ থেকে পেট্রোল বোমা সদৃশ একটি বোতল উদ্ধার করা হয়েছে। এটি দুষ্কৃতমূলক কার্যক্রম কিনা—তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার উৎস তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসন যৌথভাবে বিষয়টি তদন্ত করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর