গুলিবিদ্ধ শান্ত রায়েরমহল উত্তরপাড়ার ফয়সাল মোল্লার ছেলে। সে পেশায় একজন মুরগি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত শান্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি শান্তের বুকে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক







