Friday, December 5, 2025

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কিশোর গুলিবিদ্ধ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. শান্ত বিশ্বাস ফাইম (১৭) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন লতার ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শান্ত রায়েরমহল উত্তরপাড়ার ফয়সাল মোল্লার ছেলে। সে পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত শান্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি শান্তের বুকে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শান্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর