Thursday, November 6, 2025

চৌগাছায় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা: চৌগাছা ফুটবল একাডেমির জয়

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” — এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় দুটি দল—চৌগাছা ফুটবল একাডেমি ও ঝিকরগাছা স্পোর্টস হাউজ। রোমাঞ্চকর এ খেলায় চৌগাছা ফুটবল একাডেমি ২-১ গোলে ঝিকরগাছা স্পোর্টস হাউজকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় চৌগাছা একাডেমির খেলোয়াড় সুজন হোসেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোমিনুর রহমান, মোফাজ্জল হোসেন ও জিয়াউর রহমান। ধারাভাষ্যকার ছিলেন আবু রায়হান।

পুরো মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল উপচে পড়া। খেলার মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, যা মাদকবিরোধী বার্তাকে আরও জোরালো করে তোলে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর