Tuesday, November 4, 2025

সাতক্ষীরার গাবুরায় মেয়েদের স্বপ্নের জয়যাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়ন একসময় ছিল মেয়েদের মাঠে নামার বিরুদ্ধে সামাজিক নিষেধাজ্ঞার প্রতীক। ঘরের কাজ, অল্প বয়সে বিয়ে আর দারিদ্র্য—এই ছিল তাদের জীবনের সীমা। কিন্তু এখন সেই গাবুরার মেয়েরাই মাঠে বল কিক করছে, দল সাজাচ্ছে এবং সমাজের ভ্রুকুটি পেরিয়ে এগিয়ে যাচ্ছে আত্মবিশ্বাসে।

এই পরিবর্তনের পেছনে কাজ করছে ‘স্পিরিট (SPiRiT)’ প্রকল্প—‘খেলাধুলার মাধ্যমে সুরক্ষা, স্থিতিশীলতা ও রূপান্তর’ উদ্যোগ। এটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স, সহযোগিতায় তের দে হোমস ফাউন্ডেশন, এবং অর্থায়নে এসডিসি ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন।

গত রবিবার (২ নভেম্বর) গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী ক্রীড়া উৎসবে মেয়েরা অংশ নেয় ফুটবল ও বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায়। সকাল থেকেই মাঠে ছিল উৎসবের আমেজ—অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখরিত হয় পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু। তিনি বলেন, “যে মাঠে খেলতে শেখে, সে জীবনে কখনও হারে না। স্পিরিট প্রকল্প মেয়েদের আত্মবিশ্বাস ও সাহস দিয়েছে—এটাই আসল বিজয়।”

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ মুফাদিনুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্স-এর ম্যানেজার মো. শরিফুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর মিনহাজ শাহরিয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

গাবুরার মেয়েরা এখন কেবল খেলোয়াড় নয়—তারা নেতা, সচেতন নাগরিক ও পরিবর্তনের দূত। স্পিরিট প্রকল্প তাদের শিখিয়েছে দলগত কাজ, আত্মবিশ্বাস ও সামাজিক নেতৃত্বের মূল্য। উপকূলের এই মাঠ আজ প্রমাণ করছে—মেয়েরা চাইলে সমাজের কোনো দেয়ালই অতিক্রমণযোগ্য নয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর