যশোরের মণিরামপুরে স্বপন বিশ্বাস নামে এক ঘের ব্যবসায়ির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলা কুলটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে একটি লিচু গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবী, স্বপন বিশ্বাস ধার দেনার কারনে আত্নহত্যা করেছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলেও তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে স্বপনের মরদেহ এক ব্যক্তি বাড়ির পাশে পুকুর পাড়ে লিচু গাছে ঝুলতে দেখে তার পরিবারকে খবর দেয়। এরপর তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গাছ থেকে ঝুলান্ত মরদেহটি উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দিলে এস আই অরুপ কুমার ঘটনাস্থলে যান। এ সময় নিহত স্বপনের ছেলে সুব্রত ও পবিত্রসহ তার পরিবার দাবী করেন, স্বপন ধার দেনার কারনে আত্নহত্যা করেছে। তবে প্রতিবেশীরা এ কথা মানতে নারাজ। তাদের দাবী স্বপনের মৃত্যু রহস্যজনক বলে দাবী করে বলেছেন, ঘেরের দেনা পাওনা নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে তার দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এ সকল কারনেও তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তে না করার বিষয় এস আই অরুপ কুমার দাবী করে বলেন, তার কাছে স্বপনের মৃত্যুর তেমন কিছু, মনে না হওয়ার মরদেহ সৎকার করতে বলা হয়েছে।
রাতদিন সংবাদ






