Friday, December 5, 2025

বাড়ি ভাড়া নেয়ার কথা বলে ঘরে ঢুকে ডাকাতি, গ্রেপ্তার ৩

খুলনায় বাড়ি ভাড়া নেয়ার কথা বলে ঘরে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এক প্রতারক চক্র। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ হাসান রাসেল(২৯), মারিয়া আক্তার মুন্নি(১৯) ও কলি পান্ডে(৪৫)।

পুলিশ জানায়, নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় চয়ন কুমার মণ্ডল নামে এক ব্যক্তি বাসা ভাড়া দেওয়ার ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনের সূত্র ধরে ৩০ অক্টোবর বিকেলে এক পুরুষ ও দুই নারী বাসা দেখতে গিয়ে চয়নের স্ত্রী প্রতিমা মণ্ডলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে তাকে বেঁধে রেখে ঘর থেকে ৬২ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর চয়ন মণ্ডল খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খানজাহান আলী রোডের একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ লাইটার, তিনটি মোবাইল ফোনসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

রাতদিন সংবাদ,জয়-

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর