Friday, December 5, 2025

সালমান শাহ হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছেন তাঁর ভক্তরা। শনিবার (১ নভেম্বর) বেলা আড়াইটায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সালমান শাহ ভক্ত সংগঠনের প্রতিনিধি সাজিদ কামাল।

সাজিদ কামাল বলেন, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন, তবে এখনও মামলাটি ঘিরে রয়েছে নানা অনিশ্চয়তা। তিনি অভিযোগ করেন, “একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সালমান শাহর হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে আসছিল। তারা সত্য লুকিয়েছে, তদন্তে বাধা দিয়েছে।”

তিনি আরও জানান, গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে ঘোষণা করে রমনা থানাকে তদন্তের দায়িত্ব দিয়েছে এবং আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

এ অবস্থায় ভক্তরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার দাবি জানাবেন। সাজিদ কামাল বলেন, “আমরা চাই সালমান শাহ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দ্রুত সম্পন্ন হোক। কোনো প্রভাব যেন মামলার অগ্রগতিকে বাধাগ্রস্ত না করে।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এর পর থেকে থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত করলেও তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে সালমান শাহর পরিবার বারবার হত্যার অভিযোগ তুলে পুনরায় তদন্তের দাবি জানায়।

মাত্র ২৫ বছর বয়সে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে সালমান শাহ বাংলা চলচ্চিত্রে এক অনন্য স্থান করে নেন। তাঁর অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘প্রেমযুদ্ধ’সহ প্রায় সব সিনেমাই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে রোমান্টিক নায়কের নতুন যুগের সূচনা করেন তিনিই।

সালমান শাহ ভক্তদের প্রত্যাশা— দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই রহস্যের অবসান ঘটুক, সত্যিকারের বিচার প্রতিষ্ঠিত হোক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর