শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু জুবায়ের শাওন।
সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রবীণ নেতা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান মধু বলেন, “আমি দীর্ঘদিন ধরে শার্শায় বিএনপির রাজনীতি করছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়েও জীবনবাজি রেখে দলের দায়িত্ব পালন করেছি, হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু দল ত্যাগ করিনি। আসন্ন জাতীয় নির্বাচনে আমরা চারজন প্রার্থী রয়েছি। দল যদি আমাকে ধানের শীষ প্রতীক দেয়, আমি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি বিজয় উপহার দেবো। আর যদি আমাকে না দেয়, তাহলে যাকে দিবে, তার পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, “তারেক রহমান যাকে ধানের শীষের প্রতীক দেবেন, তাকেই বিজয়ী করতে হবে। এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে নামার।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহারাব হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির ইসলাম মনি, যশোর জেলা কৃষক দলের সদস্য মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় ঐক্য জোরদার করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

                                    




