Tuesday, November 4, 2025

নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে দলের অসুস্থ ও দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি নিজামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং আর্থিক ও চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রথমে তিনি ছোট নিজামপুর গ্রামের বিএনপি কর্মী মোঃ আব্দুর সালাম (৪৫)-এর বাড়িতে যান। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন। পরে তৃপ্তি নিজামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোড়পাড়া গ্রামের যুব নেতা মোঃ নাসির-এর বাড়িতে যান। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন নাসিরের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

এরপর সাবেক এমপি তৃপ্তি নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাহাজাহান আলাল-এর বাসায় যান। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত কারণে অসুস্থ অবস্থায় ভুগছেন। তৃপ্তি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন—
নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন ভুট্টো, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির এ মানবিক সফর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও মনোবল সঞ্চার করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর