শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা উপজেলা বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রার্থীদের নিয়ে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে দলের প্রার্থীদের সম্পর্কে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা দলের ঐক্য বিনষ্ট করছে এবং কেন্দ্রীয় নির্দেশনার পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হচ্ছে। বিশেষ করে কেউ কেউ ‘নির্দিষ্ট প্রার্থী মনোনয়ন না পেলে ভোটকেন্দ্রে যাব না’ বা ‘অন্য দলকে ভোট দেব’—এ ধরনের মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
চৌগাছা উপজেলা বিএনপি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যগুলো দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।






