Tuesday, November 4, 2025

কেশবপুরে পৌরসভা নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

রনি হোসেন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে নারীদের নিয়ে বিএনপির এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার আলতাপুর বিশ্বাসপাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কারি প্রমুখ।

oplus_1026

প্রধান অতিথির বক্তব্যে রেহেনা আজাদ বলেন, “আমাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্পষ্টভাবে বলা হয়েছে— দেশের শাসন, প্রশাসন ও সব স্তরে নারীদের সমান সুযোগ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শুধু মুখের কথা নয়, নীতিগতভাবেই বিএনপি নারীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশের তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ অর্জনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে, যাতে তরুণ-তরুণীরা হতাশা থেকে মুক্তি পায়। আমাদের মূল লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমূলক একটি ‘জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠা করা।

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আগামীর আন্দোলনেও তাঁদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর