মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল পৌর ১নং ওয়ার্ড সাদিপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কবির হোসেন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে ছুটে যান যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি কবির হোসেনের সাদিপুরস্থ নিজ বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন— ৩নং বাহাদুরপুর ইউনিয়নের সদস্য আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার ও এম. ইয়াসিন মোরল লাফু, পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন, শার্শা উপজেলা শ্রমিক দলের নেতা হান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান খান, ৯নং ওয়ার্ড বড় আঁচড়া কৃষক দলের সভাপতি আব্দুল জলিল ও হালিম হক্কানীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ কবির হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

                                    




