মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল—পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম,
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু,
এবং যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার ও আশরাফুজ্জামান মির্জা।
এ সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
“যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মের সামাজিক শক্তি। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নতুন রোপিত গাছের চারা পরিচর্যার অঙ্গীকার করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

                                    




