সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর জেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উভয় পক্ষ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংবাদিকতার পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন এবং অধ্যাপক গোলাম কুদ্দুস। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফাহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান মিলন এবং নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
মতবিনিময় সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম। আমরা চাই সাংবাদিকরা যেন কোনো প্রকার চাপ বা প্রভাবমুক্ত থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন।”
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান বলেন, “আমরা সব মত ও চিন্তার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে সাংবাদিকদের অধিকার ও পেশার মর্যাদা রক্ষায় কাজ করব।”
সাধারণ সম্পাদক এস এম ফাহাদ বলেন, “সত্য সংবাদ সমাজে ন্যায় প্রতিষ্ঠার পথ তৈরি করে। আমাদের কমিটি গণমানুষের পক্ষে থেকে নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবে।”
সভা শেষে উভয় পক্ষ গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






