Wednesday, November 5, 2025

সমাজ ও রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা অপরিসীম — অ্যাডভোকেট গাজী এনামুল হক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মণিরামপুর পৌরসভা ভিত্তিক মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কঠোর পর্দার ব্যবস্থা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি বলেন,

“নারীরাই আমাদের শক্তি। ইসলাম নারীদের অধিকার নিয়ে কথা বলে। সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম আদর্শে বিশ্বাসী নারী সমাজই একটি ন্যায্য ও নৈতিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আব্দুল বারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক।

সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ডের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ইসলামী সমাজ বিনির্মাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর