মহব্বত আলী:বাংলাদেশে ধর্মীয় জবরদখল ও গোড়ামি পরিহার করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে প্রত্যেক নাগরিকের অধিকার সংরক্ষণ করা হবে — এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর–৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের।
শুক্রবার বিকেলে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ধর্মের নামে জবরদখল বা অত্যাচার ইসলাম সমর্থন করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামও কোনো ধরনের গোড়ামীতে বিশ্বাস করে না। আমরা ইনশাল্লাহ ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মুনির আক্তার, থানা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, ইউনিয়ন সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সিদ্দিকী, এবং ইউনিয়ন সেক্রেটারি সাইফুদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আরিফ বিল্লাহ।
সমাবেশ শেষে আসরের নামাজ আদায় করে ভিপি আব্দুল কাদের স্থানীয় মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চুড়ামনকাটি বাজারে গণসংযোগে অংশ নেন। এ সময় এলাকার বিপুলসংখ্যক দলীয় নেতা–কর্মী উপস্থিত ছিলেন।






